ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

৮৬ ঘণ্টা পর ৭০ ফুট গর্ত থেকে উদ্ধার শিশু মাহি নিহত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, জুন ২৪, ২০১২
৮৬ ঘণ্টা পর ৭০ ফুট গর্ত থেকে উদ্ধার শিশু মাহি নিহত

নয়াদিল্লি: ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও শহরে প্রায় ৮৬ ঘণ্টা পর উদ্ধার হওয়া ছোট্টা মাহি নিহত হয়েছে।

রোববার পৌনে দুইটা নাগাদ মাহিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পরই তাকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মাহিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকের দল। মূলত শ্বাসকষ্ট ও পানির অভাবেই মাহি মারা গেছে বলে প্রাথমিকভাবে ডাক্তাররা জানিয়েছেন।

এর আগে এদিন সকাল পৌনে ছ`টা নাগাদ ছোট্ট মাহির কাছে পৌঁছে গিয়েছিল সেনা জওয়ানরা। প্রায় ৮০ ঘণ্টা ৭০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়ার পর চার বছরের মাহির কাছে সেনাবাহিনীর জওয়ানরা পৌঁছতে সক্ষম হয়। মাহির শ্বাসকার্য স্বাভাবিক রাখতে ক্রমাগত অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল। ঘটনাস্থলে ছিল একটি মেডিক্যাল টিম এবং চারটি অত্যাধুনিক পরিষেবাযুক্ত অ্যাম্বুলেন্স। কিন্তু শেষ চেষ্ঠা ব্যর্থ হলো।

গত ২০ জুন রাত এগারোটা নাগাদ গুরগাঁওর কাছে মানেসরের খাও গ্রামে বাড়ির খেলতে গিয়ে পাশে ৭০ ফুট গভীর গর্তে পড়ে যায় মাহি। ওই দিনই ছিল মাহির জন্মদিন। এরপর থেকে প্রায় ৮৬ ঘণ্টা মাহি গর্তের মধ্যে ছিল।

প্রসঙ্গত, ২০০৯ সালে সুপ্রিম কোর্ট সব রাজ্যকে নির্দেশ দিয়েছিলেন অব্যবহৃত খোলামুখ কুয়োগুলো দ্রুত বন্ধ করে দিতে। এরপরও যে তেমনটা হয়নি সেটা মাহির ঘটনাতেই স্পষ্ট।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ২৪, ২০১২
আরডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।