ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে আগুন

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, জুন ২৪, ২০১২

নয়াদিল্লি: মহরাষ্ট্রের সচিবালয়ের পর এবার নয়াদিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছ।

রোববার দুপুর সোয়া ২টায় নর্থ ব্লকে দ্বিতীয় তলায় স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে আগুন লাগে।

খবর পেয়েই দমকলের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে এবং বেশ কিছুক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

কী কারণে আগুন লেগেছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।

উল্লেখ্য, নর্থ ব্লকে অর্থ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মত দুটি গুরত্বপূর্ণ দফতর রয়েছে। সেখানে ছুটির দিনে কী ভাবে আগুন লাগল, এ নিয়ে এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২৪, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।