ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুম্বাই হামলায় অভিযুক্ত আবু হামজা দিল্লিতে গ্রেফতার

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ২৫, ২০১২
মুম্বাই হামলায় অভিযুক্ত আবু হামজা দিল্লিতে গ্রেফতার

নয়াদিল্লি: মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত পাকস্তানি জঙ্গি আবু হামজাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তিনি ইন্ডিয়ান মুজাহিদিনের গুরুত্বপূর্ণ নেতা বলে দাবি করেছে পুলিশ।

এর পাশাপাশি ২০০৬ সালের পর থেকে লস্কর-ই-তৈয়বারও সদস্য ছিলেন এই আবু হামজা।

দুবাই থেকে ফেরার পথে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল ফোর্স। তার কাছ থেকে পাকিস্তানি পাসপোর্টসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।

দিল্লি পুলিশের দাবি, মুম্বাই হামলায় সরাসরি জড়িত আবু হামজা।

তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, মুম্বাই হামলার খোঁজ-খবর নেওয়া থেকে শুরু থেকে তার মাধ্যমেই সব করা হয়েছিল। ২৬/১১ কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড, লস্কর কমান্ডার জাকিউর রহমান লাকভির সঙ্গে আবু হামজার সরাসরি যোগাযোগ ছিল।

এই ঘটনার পর থেকেই পলাতক ছিল আবু হামজা ওরফে সৈয়দ জবিউদ্দিন ওরফে জবি আনসারি ওরফে রিয়াসত আলি। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর মোস্ট ওয়ান্টেড তালিকাতেও রয়েছে তার নাম।

ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে স্বারাষ্ট্রমন্ত্রককে জমা দেওয়া যাবতীয় নথিপত্রেও তার নাম রয়েছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইর সাহায্যে ভারত-পাকিস্তান, বাংলাদেশসহ বিভিন্ন দেশে বিভিন্ন নামে ঘুরে নাশকতার নেটওয়ার্ক তৈরির দায়িত্ব ছিল তার উপর।

জানা গেছে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণ, গুজরাটে ধারাবাহিক বিস্ফোরণসহ আরও কয়েকটি হামলার ঘটনায় জড়িত ছিল আবু হামজা।

পুলিশের অনুমান, আবু হামজাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই নাশকতার তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। আবু হামজাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই নাশকতার তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। ২৬/১১-র আগে আজমল আমির কাসভ, তাঁর সঙ্গী নয়জন জঙ্গিকে হিন্দির প্রশিক্ষণ দিয়েছিল এই জবিউদ্দিন।

সোমবারই তাকে আদলতে তুলে ১৫ দিনের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ২৫, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।