আগরতলা (ত্রিপুরা): রাজ্যের কংগ্রেস নেতারা সন্ত্রাসবাদীদের সাহায্য করছে। এমনই মারাত্মক অভিযোগ তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল সাহায্য করছে সন্ত্রাসবাদীদের। জঙ্গি দলে নতুন করে উপজাতি যুবকদের ভর্তি করানো হচ্ছে। এ কাজে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছেন রাজ্য কংগ্রেসের এক উপজাতি নেতা। বিজন ধর অবশ্য সেই উপজাতি নেতার নাম বলেননি।
বিজন ধরের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি এখন গরম। তবে কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগের বিরুদ্ধে এখনো কোন কথা বলা হয় নি। দেয়া হয় নি বিবৃতিও।
বিজন ধর সাংবাদিকদের জানিয়েছেন, রাজ্যের জনৈক কংগ্রেস নেতা যে উপজাতি যুবকদের জঙ্গী দলে ভর্তি করানোর ব্যপারে সাহায্য সহযোগিতা করছে তার প্রমান রয়েছে গোয়েন্দাদের কাছেও। সম্প্রতি ২৫ লক্ষ টাকা নিয়ে জঙ্গী ডেরায় যাবার পথে গ্রেপ্তার হয় ধনু কলই।
তার কাছ থেকেই এই তথ্য পেয়েছে গোয়েন্দারা। বিজন ধর বলেছেন, কিছু দিন আগেই রাজ্য থেকে ২৮ জন উপজাতি যুবককে মিজোরাম দিয়ে মায়ানমার পাঠানো হয়েছে জঙ্গী ডেরায়। তাদের সেখানে পাঠানো হয়েছে অস্ত্রের প্রশিক্ষণ নিতে।
বিজন ধর অভিযোগ করে বলেছেন, রাজ্যে ফের অশান্তি সৃষ্টি করতে চায় কংগ্রেস। তার জন্য নতুন করে জঙ্গীদের তৎপর করতে চাইছে তারা। সে জন্যই উপজাতি যুবকদের বিভ্রান্ত করে ঢোকান হচ্ছে জঙ্গী দলে।
এর আগেও সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল কংগ্রেস সন্ত্রাসবাদীদের সাহায্য করছে।
কিন্তু কখনো এমন ভাবে বলা হয় নি যে, কংগ্রেস নেতারা জঙ্গী দলে লোক ঢোকাচ্ছে, এবার যা করা হল। এবার সরাসরি জঙ্গী দলে যুবকদের জড়ো করার মতো মারাত্মক অভিযোগ করা হল সিপিএমের পক্ষ থেকে। যা নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা দিল।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ২৭ জুন, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর