ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রণবের বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র পেশ করলেন সাংমা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুন ২৮, ২০১২

নয়াদিল্লি: একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রণব মুখার্জির পর রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন দাখিল করলেন এনডিএ সমর্থিত প্রার্থী পি এ সাংমা।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩১ মিনিটে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল ও নির্বাচনী আধিকারিক ভি কে অগ্নিহোত্রির কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।



এ সময় তার সঙ্গে এলকে আদভানি, নিতিন গডকড়ি, সুষমা স্বরাজের মতো বিজেপির শীর্ষ নেতা-নেত্রীর পাশাপাশি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল, এআইএডিএমকে নেতা থাম্বি‍দুরাই উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাংমা বলেন, শনিবার থেকে তিনি প্রচার শুরু করবেন।

লোকসভার সাবেক স্পিকার বলেন, ‘‘ভেবেছিলাম আদিবাসী রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে আমাকে সমর্থন করবে কংগ্রেস। তবে ঐক্যবদ্ধভাবে আমার পাশে আছে গোটা আদিবাসী সমাজ। ’’

বিজেপির পাশাপাশি জয়ললিতা এবং নবীন পট্টনায়ককেও ধন্যবাদ জানান সাংমা।

পি এ সাংমা ফের জানান, মমতা ব্যানার্জির সঙ্গে তার কথা হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী।  

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে সাংমাকে তাদের সমর্থনের কথা জানিয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট।

এছাড়া উল্লেখযোগ্য বিষয় হল, সাংমার মনোনয়ন দাখিলের সময় উপস্থিত থিলেন ছত্তিশগড়ের কংগ্রেস নেতা অরবিন্দ নেতাম। জানা গেছে, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নিতে চলেছে কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ২৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।