ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রেসিডেন্সি জেলে বাংলাদেশি বন্দি: রির্পোট চায় মানবাধিকার কমিশন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৩, জুন ২৯, ২০১২

কলকাতা: এবার বাংলাদেশি বন্দিদের পাশে দাঁড়াল রাজ্য মানবাধিকার কমিশন। কলকাতার প্রেসিডেন্সি জেলে সাজার মেয়াদ শেষ হওয়ার পর আটক বন্দিদের বিষয়ে সোমবারের মধ্যে সবিস্তার রির্পোট চেয়েছে তারা।



প্রেসিডেন্সি জেলে আটক ১৪ জন সাজাপ্রাপ্ত বাংলাদেশির মুক্তি কেন হচ্ছে না, কারা দফতরে তা জানতে চেয়েছে কমিশন।

গত বুধবার কমিশনের চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে প্রেসিডেন্সি সংশোধনাগার পরিদর্শনের পর এই প্রশ্ন তোলা হয়েছে।

মানবাধিকার কমিশনের মতে, বিচার ব্যবস্থার উদাসীনতার কারণেই বহু বন্দি সঠিক বিচার পাচ্ছেন না। এ বিষয়ে প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছে কমিশন।

এই বাংলাদেশি বন্দিদের মধ্যে ৮ জন নাবালকও আছে। এদের বয়স পরীক্ষা না করে, তাদের জুভেনাইল হোমে না রেখে কেন জেলে প্রাপ্তবয়স্ক বন্দিদের সঙ্গে রাখা হচ্ছে তাও জানতে চাওয়া হয়েছে।

এবিষয়ে জানতে চাওয়া হলে পশ্চিমবঙ্গের আইজি (কারা মন্ত্রক) রনবীর কুমার বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু করার নেই। বিচার বিভাগ সব জানে। ’

বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, জুন ২৯, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।