ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিং পাহাড়ে জিটিএ নির্বাচনে অংশ নেবে মোর্চা

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, জুলাই ১, ২০১২

শিলিগুড়ি: গোর্খল্যান্ডের আন্দোলনের পথ ছেড়ে আপাতত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে সমঝোতায় এসেছে গোর্খা জনমুক্তি মোর্চা। শনিবার কোর কমিটির বৈঠকে জিটিএ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।



দুপুর সাড়ে ১২টা নাগাদ দার্জিলিংয়ের শহরের পালতেবাসে মোর্চার কোর কমিটির বৈঠক শুরু হয়৷ প্রায় সাড়ে ৩ ঘণ্টার বৈঠক শেষে মোর্চা নেতারা জানিয়েছেন, জিটিএর পঁয়তাল্লিশটি আসনেই প্রার্থী দিচ্ছেন তারা।

বৈঠকের পর মোর্চা নেতা রোশন গিরি জানিয়েছেন, আগামী ২ দিনের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন মোর্চা সভাপতি৷ তারপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে।

মোর্চার আরেক শীর্ষ নেতা ও বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী বলেছেন, নির্বাচনে অংশ নিলেও আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন চলবে।

তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট না বাঁধার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠলেও মোর্চা নেতৃত্বের দাবি, পাহাড়ে মোর্চা ছাড়া অন্য কোনও দলের অস্তিত্বই
নেই৷ সে কারণেই তাদের একলা চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

বৈঠকে বিমল গুরুংকেও ভোটে দাঁড়াতে অনুরোধ জানানো হয়েছিল। ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত ভেবে দেখতে সময় চেয়েছেন বিমল গুরুং।

কয়েকদিন আগেও জিটিএতে তরাই ও ডুয়ার্সের মৌজার অন্তর্ভুক্তির দাবি নিয়ে রাজ্য সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়াচ্ছিল মোর্চা নেতৃত্ব। নির্বাচন বয়কট করে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

তবে, শেষ পর্যন্ত রাজ্য সরকারের সঙ্গে সমঝোতার পথই বেছে নিয়েছেন মোর্চা নেতৃত্ব।

সূর্য মার্কা নিয়ে ভোটে লড়তে আগ্রহী তারা। রাজনৈতিক দলের স্বীকৃতি পাওয়ার জন্য আগেই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন মোর্চার নেতারা।

মোর্চার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফেসবুকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, পাহাড় আজ সত্যিই হাসছে।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব বলেছেন, দার্জিলিংয়ের উন্নয়ন আরো গতি পাবে৷

উত্তরবঙ্গের সিপিএম নেতা ও সাবেক মন্ত্রী অশোক ভট্টাচার্যের কটাক্ষ, এটা মুখরক্ষার জন্য প্রত্যাশিত পদক্ষেপ।

গত সোমবারই বিজ্ঞপ্তি জারি করে পাহাড়ে নির্বাচনের দিন ঘোষণা করে সরকার। আগামী ২৯ জুলাই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিষ্ট্রেশনে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।

এরপর মঙ্গলবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে আলোচনার পরই জিটিএ নির্বাচন প্রশ্নে কিছুটা সুর নরম করেছিলেন মোর্চা নেতৃত্ব। বিষয়টি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখাও করেন তারা।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।