ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কাঁচা বাজারে দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের দায়ী করলেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, জুলাই ১, ২০১২
কাঁচা বাজারে দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের দায়ী করলেন মমতা

কলকাতা: এক শ্রেণীর ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে জিনিসপত্রের দাম বাড়িয়েছেন। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার।

জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে শনিবার এ হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শনিবারই কলকাতার তিনটি বাজার ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

গত কয়েকদিন ধরেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নাজেহাল রাজ্যের সাধারণ মানুষ। আলু থেকে শুরু করে পটল, ঢেঁড়শ, কাঁচা মরিচ সব কিছুরই বাজার দর আকাশছোঁয়া।

শনিবার মহাকরণে যাওয়ার আগে হঠা করেই শিয়ালদহের কোলে মার্কেটসহ বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।

পরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, বাজার পরিদর্শন করে তার মনে হয়েছে কিছু ব্যবসায়ী ইচ্ছাকৃত ভাবেই দাম বাড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে রাজ্যের কৃষি বিপণন দফতরের কাজে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ওই দফতরের অধীনে থাকা টাস্কফোর্স মূল্যবৃদ্ধি রুখতে যে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তাও স্পষ্ট করে বলেন মুখ্যমন্ত্রী।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে সোমবার বেলা একটায় মহাকরণে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি রাজ্যের হিমঘর মালিকদেরও ডাকা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।