ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেসের আঞ্চলিক সম্মেলনে হামলায় আহত ৫

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১, ২০১২

কলকাতা: কংগ্রেসের আঞ্চলিক সম্মেলনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় শম্ভুনগরে।



স্থানীয় কংগ্রেসের অভিযোগ, এদিন গোসাবার শম্ভুনগরে তাদের আঞ্চলিক সম্মেলনে স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভাই বাধান প্রমাণিকের নেতৃত্বে ৫০ জন তৃণমুলকর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।

এ ঘটনায় ৫ কংগ্রেস কর্মী আহত হন। এছাড়াও কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

যদিও কংগ্রেসের এ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, কংগ্রেসের অর্ন্তদ্বন্দ্বের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে বর্তমান পরিস্থিতি থমথমে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।