ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশের অর্থমন্ত্রী বুধবার ৩ দিনের সফরে কলকাতা যাচ্ছেন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ২, ২০১২
বাংলাদেশের অর্থমন্ত্রী বুধবার ৩ দিনের সফরে কলকাতা যাচ্ছেন

কলকাতা: বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৩ দিনের সফরে কলকাতায় যাচ্ছেন।

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে কবি নজরুলের বিদ্রোহী কবিতার ৯০ বছর উপলক্ষে ভারত-বাংলাদেশ সংস্কৃতি বিনিময় কর্মসূচির অনুষ্ঠানে অংশ নিতে বুধবার দুপুরে ৮ সদস্যর একটি প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকা থেকে কলকাতায় যাচ্ছেন।



ওই দিনই তিনি কলকাতার বিধাননগরের পূর্বাশা অডিটোরিয়ামে বিকাল সাড়ে ৫টায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

পরের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলকাতার ভবানীপুরে জাতীয় সাহিত্য একাদেমীতে ভাষণ দেবেন।

শুক্রবার বর্ধমান শহরে টাউন হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন।

শনিবার সকালে তিনি ঢাকায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ০২, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।