ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দলের বিরুদ্ধে কথা বলে শাস্তির মুখে তৃণমূলের বিধায়ক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুলাই ২, ২০১২

কলকাতা: দলের বিরুদ্ধে মুখ খুলে শাস্তির মুখে পড়তে চলেছেন চৌরঙ্গির তৃণমূল কংগ্রেসের বিধায়ক শিখা মিত্র। প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন পালনে রোববার কলকাতায় রাজ্য কংগ্রেসের সদর দফতরে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করেন তৃণমূল সাংসদ সৌমেন মিত্রের স্ত্রী শিখা দেবী।



সেখানে তিনি পরিস্কার জানিয়ে দেন, তিনি কোনো কাজ করতে পারছেন না। দলে তার কোনো বাক স্বাধীনতা নেই। তিনি যে ‘স্তাবকতা’ করতে পারবেন না, সেটাও পরিস্কার জানিয়ে দিয়েছিলেন।

এর পরই শিখা দেবীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে তৃণমূল।

দলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে শিখা মিত্রের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়েছে বলে তৃণমূলের মহাসচিব ও রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি জানিয়েছেন।

তৃণমূল সূত্রে জানা গেছে, আগামী দু’এক দিনের মধ্যেই শিখা দেবীর বিরুদ্ধে ‘কড়া ব্যবস্থা’ নিতে চলেছে দল।

শিল্পমন্ত্রী বলেছেন, দলের বড় সম্পদ শৃঙ্খলা। ব্যক্তি স্বার্থে সিপিএমের ঘরে এক পা ও কংগ্রেসের ঘরে এক পা রেখে কেউ যদি দলের শৃঙ্খলা ভাঙেন, তার বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে সম্পর্কের ‘অবনতি’ হয়েছে মিত্র দম্পত্তির। বিভিন্ন সময়ে বেশ কয়েকবার মমতার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন তারা। এ অবস্থায় এখন শিখা মিত্রের বিরুদ্ধে দল কি পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।