ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের সুন্দরবনে ১ সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ প্লাস্টিক, ককশিট, বোতল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১২

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত রয়েল বেঙ্গল টাইগারের বিচরণ ভূমি সুন্দরবনে এবার নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক, ককশিট আর পানির বোতল।

প্রাকৃতিক জীব বৈচিত্রে ভরা সুন্দরবনে ৬৪ প্রজাতির ম্যানগ্রোভ, ২৪২ রকমের পাখি, ৭৫ রকমের মাছ, ১৬টি প্রজাতির কাঁকড়া, ২২ রকমের সাপ রয়েছে।



আর রয়েছে পৃথিবীর শ্বাপদকূলশ্রেষ্ঠ রয়্যাল বেঙ্গল টাইগার৷ কুমির, ঘড়িয়ালদের নিরাপদ আস্তানা সুন্দরবনের নদী, খাল আর খাড়িগুলো৷

কিন্তু পর্য্যটকদের আগমন, আর তাদের ফেলে যাওয়া ব্যবহৃত মালামালে সুন্দরবনে বাড়ছে পরিবেশ দূষণ।

এই অবস্থার মোকাবিলায় আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের ভারতের অংশে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক, ককশিট ও পানির বোতল৷

এমনকী, যদি কোনও পর্যটক প্লাস্টিকের পানির বোতল নিয়ে সুন্দরবনে যেতে চান, সেক্ষেত্রেও এন্ট্রি পয়েন্টেই রাজ্য বন দফতরের কর্মীদের কাছে লিখিতভাবে জানিয়ে দিতে হবে কতগুলি বোতল রয়েছে। এবং ফেরত আসার সময় ততগুলি বোতলই তারা নিয়ে ফিরছেন কিনা, তাও দেখাতে হবে৷

সুন্দরবনের ভারতীয় অংশে পর্যটকদের জন্য দশটি এন্ট্রি পয়েন্টেই তল্লাশির ব্যবস্থা চালু করছে বন দফতর।

ভারতের বন্যপ্রাণী আইন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা অমান্য করলে, ২৫ হাজার রুপি জরিমানা ও তিন বছরের জেল হতে পারে ৷

সুন্দরবনকে বাঁচাতে এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য প্রতিটি লঞ্চ মালিক, গ্রামবাসী, হোটেল, রিসর্ট ও লজের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে৷ নিয়মিত ভাবে নদী পরিষ্কারেরও ব্যবস্থা করা হচ্ছে৷

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্সান কভীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।