ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পদ্মাসেতু নিয়ে পদত্যাগের কোনো প্রশ্ন নেই: কলকাতায় মুহিত

রক্তিম দাশ, ব্যুরো চিফ, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুলাই ৪, ২০১২
পদ্মাসেতু নিয়ে পদত্যাগের কোনো প্রশ্ন নেই: কলকাতায় মুহিত

কলকাতা: পদ্মসেতু নিয়ে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করার কোনো প্রশ্ন নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতায় সফরে আসা বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “পদ্মাসেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি।

বিএনপি আমার পদত্যাগ ৩ বছর ধরে চাইছে। এটা বিরোধিতার জন্য বিরোধিতা। পদত্যাগের কোনো প্রশ্নই নেই। ”

এদিন তিনি জোর দিয়ে বলেন, “পদ্মাসেতু হবেই। বিকল্পভাবে অর্থ যোগাড় করা হবে। এটা আমাদের সরকারই করতে পারে। কিন্তু এই টাকা ব্যয় করলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বিভিন্ন খাতে ব্যাপক সমস্যা দেখা দেবে। এটা আমরা চাই না। ”

তিনি বলেন, “বিশ্বব্যাংক যা বলেছে, তা ঠিক নয়। দুর্নীতি দমন কমিশন তদন্ত করে কিছু পায়নি। বিশ্ব ব্যাংক ও কানাডার সংস্থা তাদের সাক্ষ্য প্রমাণ আমাদের দেয়নি। আমি নিজে খোঁজ নিয়ে দেখছি কোনো দুর্নীতি হয়নি। ”

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।