কলকাতা: দু’দিন আগেই প্রয়াত জননেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন করেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।
শুক্রবার রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রয়াত কমিউনিস্ট নেতার জন্মদিন পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পশ্চিমবঙ্গের রূপকার ও সাবেক মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মতো জ্যোতি বসুর জন্মদিনও আগাম পালনের ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘‘রোববার সরকারি ছুটি বলেই আজ জন্মদিন পালন করা হয়েছে৷ এতে যোগ দিতেই পারতেন বিরোধীরা৷’’
তিনি অভিযোগে সুরে বলেন, ‘‘জ্যোতি বসু যে দলের নেতা ছিলেন, সেই দলই তার জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত নেই। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। ’’
অনুষ্ঠানের কড়া সমালোচনা করে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘যখন ইচ্ছে তখন জন্মদিন পালন করা যায় না৷’’
তিনি বলেন, বাম পরিষদীয় দল সিদ্ধান্ত নিয়েছে, রোববার ৮ জুলাই বিধানসভায় তারা সাবেক মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করবে। তার জন্য বাম বিধায়কদের ওই দিন সাড়ে ১১টায় বিধানসভা ভবনে উপস্থিত হতেও বলা হয়েছে।
এদিকে, বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি বলেছেন, জ্যোতি বসুর জন্মদিন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধীদের৷ কিন্তু তারা আসেননি৷ রোববার তারা জন্মদিন অনুষ্ঠান পালন করতে চাইলে, করতেই পারেন৷ তবে বর্তমান বিধায়ক ও সাবেক অধ্যক্ষ ছাড়া আর কেউ বিধানসভা চত্ত্বরে ঢোকার অনুমতি পাবেন না৷
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর