আগরতলা(ত্রিপুরা): রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখার্জী পৌনে ৩ ঘণ্টার সফরে শনিবার ত্রিপুরা রাজ্যে আসছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে তার এই সফর।
এদিন বেলা পৌনে ১২টায় তার বিমান নামবে আগরতলা বিমানবন্দরে। সেখান থেকে তিনি যাবেন জিঞ্জার হোটেলে।
দুপুর ১২টায় সিপিআই (এম) বিধায়ক এবং পরে কংগ্রেস বিধায়কদের সঙ্গে কথা বলবেন তিনি। দুপুর পৌনে ২টায় সাক্ষাৎ করবেন সাংবাদিকদের সঙ্গে।
কেন্দ্রের ইউপিএ জোটের প্রার্থী প্রণব মুখার্জী। বামপন্থী দলগুলোর মধ্যে সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক আগেই জানিয়েছিল তারা রাষ্ট্রপতি হিসাবে প্রণব মুখার্জীকে সমর্থন করবে।
রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ত্রিপুরায় সিপিএমের শক্তি সবচেয়ে বেশি। প্রণব মুখার্জী রাজ্যে এসে কংগ্রেসের পাশাপাশি তাই বাম নেতাদের সঙ্গেও আলোচনা করবেন বলে জানা গেছে।
প্রণব মুখার্জীর বিপক্ষে রয়েছেন উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দা পিএ সাংমা।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর