ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় নির্বাচনী প্রচারে ভারতের সম্ভাব্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১২
কলকাতায় নির্বাচনী প্রচারে ভারতের সম্ভাব্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের আগ দিয়ে তৃণমূল সম্পর্কে নমনীয় মনোভাব ছেড়ে এবার কড়া অবস্থান নিলেন ইউপিএ প্রার্থী প্রণব মুখার্জি।

ভারত জুড়ে প্রচারে বেরিয়ে রোববার কলকাতা পৌঁছান তিনি।

সোমবার কংগ্রেস ও বাম বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন প্রণববাবু। এদিন বিকেল সাড়ে ৫টায় তিনি দমদম বিমানবন্দরে আসেন। তৃণমূলের সমর্থন চাওয়া না চাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনও উত্তর দেননি তিনি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ঢাকুরিয়ার তার বাসভবনে চলে যান।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার পরই বোন সম্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন চেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তারপর বহুবার নাম না করে তৃণমূলকে পাশে চেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ কংগ্রেসের শীর্ষ নেতারাও প্রণবের পক্ষে তৃণমূলের সমর্থনের বিষয়ে আশা প্রকাশ করেছেন। তৃণমূল হয়ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে, রাজনৈতিক মহলে যখন এই ধরণের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে তখনই গোটা বিষয়টি অন্য দিকে মোড় নেয়।

গত বৃহস্পতিবার, প্রণববাবুর হয়ে সমর্থন চাইতে মহাকরণে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা কপিল সিব্বাল। সেই বৈঠক ব্যর্থ হওয়ার পর কলকাতায় সাংবাদিক বৈঠকে সিব্বালকে পাশে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, তৃণমূলকে ছাড়াই প্রণববাবুর পক্ষে ৬৫ শতাংশ ভোট নিশ্চিত করে ফেলেছেন তাঁরা।

এই পরিস্থিতিতেই এদিন রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে কলকাতায় এলেন প্রণব মুখার্জি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তৃণমূল সম্পর্কে কোনও কথা বলেননি তিনি। তার এই নীরবতাকে জোট শরিকের প্রতি উপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

সোমবার সকাল দশটায় বিধানসভায় সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন প্রণব মুখার্জি। সোমবারই দিল্লি ফিরে যাওয়ার কথা তার।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার পর এর আগে যখন তিনি কলকাতায় এসেছিলেন তখন মমতা ব্যানার্জির সঙ্গে তিনি কথা বলবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

যদিও, এবার সেই সম্ভাবনা নেই বললেই চলে। তবে, রাষ্ট্রপতি নির্বাচনের আগে শেষ মুহূর্তে দুই শরিকের মধ্যকার সমীকরণে কোনও অদল বদল হয় কিনা এখন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
আরডি
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।