ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাম ও কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক প্রণবের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১২
বাম ও কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক প্রণবের

কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থনের জন্য পশ্চিমবঙ্গে দুই বাম দলের বিধায়কদের সঙ্গে সোমবার বৈঠকে করলেন ইউপিএ জোটের প্রার্থী প্রণব মুখার্জি।

রাষ্ট্রপতি ভোটের জন্য ভারতজুড়ে প্রচারে বেরিয়ে রোববার বিকালে কলকাতায় আসেন প্রণব মুখার্জি।

প্রোটোকল মেনে সোমবার সকালে কংগ্রেসের পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব তার ঢাকুরিয়ার বাসভবনে যান।

প্রণববাবুকে সঙ্গে নিয়ে বিধানসভা পৌঁছান তিনি। সকাল ১০টা নাগাদ বিধানসভা ভবনে সিপিআইএম ও ফরওয়ার্ড ব্লক বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন কীর্ণাহারের প্রবীণ নেতা।

বৈঠকে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ছাড়াও প্রায় সব বাম বিধায়করা উপস্থিত ছিলেন। ভারতের সম্ভব্য রাষ্ট্রপতিকে এদিন ফুল দিয়ে স্বাগত জানান বিরোধী দলনেতা।

তিনি প্রায় এক ঘন্টা ধরে বামেদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বাম বিধায়কদের কৃতজ্ঞতা জানান তাকে সমর্থন করার জন্য।
 
সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লক বিধায়কদের সঙ্গে আলোচনা সেরে কংগ্রেস পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লকের তরফে রাইসিনা হিলের লড়াইয়ে সদ্য-সাবেক অর্থমন্ত্রীকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হলেও বামফ্রন্টের অন্য দুই দল সিপিআই এবং আরএসপি ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই।

সূত্রে খবর, সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য সমস্ত বামদলগুলোর কাছে আবেদন জানাবেন প্রণব মুখার্জি।

তবে বাম ও কংগ্রেসের বিধায়কদের সঙ্গে বৈঠক করলেও প্রণব মুখার্জি সোমবার পশ্চিমবঙ্গ ছাড়ার আগে ইউপিএ জোটের দ্বিতীয় বৃহত্তম শরিকদল তৃণমূলের নেতৃত্বের বৈঠক করবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

তার ঘনিষ্ঠমহল সূত্রের খবর, এদিন দুপুর দেড়টা নাগাদ দিল্লিতে ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সেই সময়ের পরিবর্তন করা হয়েছে। তিনি ফিরে যাবেন বিকাল সাড়ে পাঁচটা নাগাদ।

রাজনৈতিক মহলের মত, এই অতিরিক্ত চার ঘণ্টা কলকাতায় থাকার উদ্দেশ্য হয়ত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে তিনি দেখা করতে পারেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।