ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, জুলাই ৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের জন্য সোমবার ত্রিপুরা রাজ্যে এসেছে সার্চ কমিটি।

তিন সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা এদিন বিশ্ববিদ্যালয়ে এসে বিভিন্নজনের সঙ্গে দেখা করেন।

যার মধ্যে রয়েছে- বর্তমান শিক্ষক-অধ্যাপক, প্রাক্তন শিক্ষক-অধ্যাপক, কর্মচারী, আধিকারিক, ছাত্র-ছাত্রী, বিভাগীয় প্রধান, ডিন প্রমুখ।

সার্চ কমিটি এদিন নতুন উপাচার্য নিয়োগের ব্যাপারে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
 
রোববার কলকাতায় সার্চ কমিটির সদস্যরা উপাচার্য নিয়োগের বিষয় নিয়ে একটি বৈঠক করেছিলেন। সেখানে তারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক অমিয় কুমার বাগচির সঙ্গে কথা বলেন।
 
উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখে বর্তমান উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহার কার্যকাল শেষ হলেও নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।