ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৪ দিনের উত্তরবঙ্গ সফরে মমতা

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১২

শিলিগুড়ি: উত্তরবঙ্গে ফের চার দিনের সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার দুপুর ২টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে বাগডোগরা পৌঁছে সেখান থেকে সড়কপথে জলপাইগুড়ি যান তিনি।



বিকেল ৪টায় জলপাইগুড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷সেখান থেকে এদিন রাতেই কোচবিহার যান তিনি।

বুধবার সেখানেও প্রশাসনিক স্তরে তিনি বৈঠক করবেন। পাশাপাশি কোচবিহার বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ৷উদ্বোধন করবেন সুটুঙ্গা সেতুর।

বৃহস্পতিবার তিনি যাবেন দার্জিলিং পাহাড়ের কালিম্পং শহরে ৷ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের উদ্বোধন করার কথাও রয়েছে তার।

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়, রাজ্যের ১০ জন মন্ত্রী ও বেশ কয়েক জন সচিব৷

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।