ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বলিউড অভিনেতা দারা সিং মারা গেছেন

মুম্বাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১২

মুম্বাই: ভারতের বিশিষ্ট কুস্তিগীর ও বলিউডের প্রবীণ অভিনেতা দারা সিং মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তিনি তার বাসভবনে মৃত্যুবরণ করেন।

  মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৪ বছর।

প্রসঙ্গত, গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার তিনি ভেন্টিলেশনে চলে যান। এর পর শারীরিক অবস্থার অবনতি হলে কৃত্রিম যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়।

এরপরে তার ইচ্ছে অনুযায়ী পরিবারের লোকেরা তাকে তার বাসভবনে নিয়ে যান। মৃত্যুকালে তিনি তার দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় মুম্বাইতে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

কুস্তিতে আর্ন্তজাতিক খ্যাতি লাভের পাশাপাশি ৬০ দশকের বলিউড ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন ভারতের এই বর্ষীয়ান ক্রীড়াবিদ। তিনি ভারতের রাজ্যসভার সাংসদও ছিলেন। তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।