ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কর্নাটকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সাত্তার

নয়দিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১২

নয়াদিল্লি: ভারতের দক্ষিণের রাজ্য কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী পদে বৃহস্পতিবার শপথ নিয়েছেন জগদীশ সাত্তার। গত এক বছরের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসাবে তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন।



একই সঙ্গে উপ মুখ্যমন্ত্রী পদে আরও দু’জন শপথ নিয়েছেন। তারা হলেন রাজ্যের বিজেপি সভাপতি কেএস ইশ্বারাপ্পা ও আর অশোক।

এছাড়াও ক্যাবিনেটমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বাসভরাজ বোম্মাই, সিএম উদাসি, সুরেশ কুমার, এসএ রবীন্দ্রনাথ, বিশেশ্বর কাগেরি, গোবিন্দ কাজল এবং উমেশ কাত্তি। মোট ৩২ জন মন্ত্রীকে ব্যাঙ্গালুরুর রাজভবনে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল এইচআর ভরদ্বাজ।

বহু ‘টালবাহানা’র পর এর আগে বুধবারই কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ডি ভি সদানন্দ গৌড়া। তবে গৌড়ার পদত্যাগ ঘিরেও ছিল বিস্তর ‘নাটক’। বুধবার সকাল থেকেই গৌড়ার বাড়ির সামনে হাজির ছিলেন তার অনুগামীরা।

তিনি যাতে ইস্তফা দিতে না পারেন, তার জন্য বাধা দিতে থাকেন তারা। তবে পুলিশ গিয়ে গৌড়ার সমর্থনকারীদের হটিয়ে দেয়। এর পরই রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন গৌড়া।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজুরম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।