ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তর ভারতে ভূমিকম্প

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২

নয়াদিল্লি: ভারতের উত্তরের রাজ্যগুলোতে বৃহম্পতিবার সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় জম্মু ও কাশ্মীর রাজ্যের পাকিস্তান সীমান্তে লাইন অব কন্ট্রোলের কাছে পুঞ্চসহ উপত্যকার একাধিক অংশে এই ভূকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়।



কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানায়, আফগানিস্তানের দিকে হিন্দুকুশ পর্বতমালায় ছিলো এ ভূমিকম্পের কেন্দ্র। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ১।

উত্তর ভারতের রাজ্যগুলো ছাড়াও রাজস্থানের একাংশে এই কম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।