ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাচারের আগে ২০ লাখ টাকার মাদক আটক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : বাংলাদেশে পাচারের আগে ২০ লাখ টাকার মাদকসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিশালগড় থেকে এ মাদক আটক করা হয়।



বিশালগড় পুলিশ কর্মকর্তা শর্মিষ্ঠা চক্রবর্তী জানিয়েছেন, বাংলাদেশে পাচারের জন্য এ মজুত করা হয়েছে- এমন খবর পেয়ে আটক করা হয়।

পুলিশ বিশালগড় বাজারের একটি গুদামে তল্লাশি করে ১৪ লাখ টাকার ফেনসিডিল এবং প্রায় এক হাজার বোতল বিদেশি মদ উদ্ধার করে।

ওই গুদামে ১৪ হাজার বোতল ফেনসিডিল ছিল। সব মিলিয়ে ভারতীয় টাকায় প্রায় ২০ লাখ টাকার ফেনসিডিল ও মদ আটক করা হয়।

এ ঘটনায় হানিফ ও জসিমদ্দিন নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলেশ।

বাংলাদেশ সময় : ১৪৪২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।