ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠান শুরু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১২

কলকাতা: রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ শনিবার কলকাতার ধর্মতলায় শুরু হয়েছে।

হালকা বৃষ্টি উপেক্ষা করেই ধর্মতলায় সমাবেশে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে আসতে শুরু করেছেন প্রচুর সংখ্যক মানুষ। শুক্রবার থেকেই অবশ্য দূর-দূরান্ত থেকে তৃণমূল কর্মীরা কলকাতায় আসতে শুরু করেছেন।

তৃণমূল ক্ষমতায় আসার পর শহীদ সমাবেশ কলেবরে বেড়েছে।

এ সমাবেশের ফলে যানজট যথাসম্ভব এড়াতে এক সপ্তাহ ধরে মুকুল রায়, সুব্রত বক্সীরা পুলিশের সঙ্গে বৈঠক করে মিছিলের পথ নির্দিষ্ট করেছেন।

পার্থ চ্যাটার্জি বলেছেন, হাওড়া, শিয়ালদহ, শ্যামবাজার পাঁচ মাথার মোড় এবং হাজরা থেকে ৪টি মিছিল আসবে ধর্মতলার মোড়ে। বেলা ১২টার মধ্যেই সব মিছিলকে সভাস্থলে পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি সভায় আসার কথা দুপুর ১টা নাগাদ।

দূর-দূরান্ত থেকে আসা মানুষ যাতে মঞ্চে মমতাকে দেখতে পান, সে জন্য ধর্মতলা চত্ত্বর, পার্ক স্ট্রিট, বিবাদী বাগ, চিত্তরঞ্জন অ্যাভিনিউসহ বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। থাকবে ভ্রাম্যমাণ জায়ান্ট স্ক্রিনও।

সমাবেশ মঞ্চে শরিক কংগ্রেস নেতাদের কারো না আসারই সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি।

মুকুল রায় বলেন, “গতবার ব্রিগেডের সমাবেশেও কংগ্রেসকে আমন্ত্রণ জানাইনি। এ সমাবেশ দল ও সহযোগীদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই। ”

তবে সমাবেশে পাহাড়ের জনমুক্তি মোর্চাকে আমন্ত্রণ জানানো হয়েছে।   উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, মোর্চার দুই বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী এবং তিলক দেওয়ানের আসার কথা। থাকার কথা উত্তরপ্রদেশ, অরুণাচল, মণিপুর, আসামের তৃণমূল বিধায়ক ও রাজ্য সভাপতিদের। ঝাড়খণ্ড, মেঘালয়, ত্রিপুরার দলীয় নেতৃত্বদেরও। রাজ্যের তৃণমূল বিধায়ক ও সাংসদরা তো থাকবেনই।

তৃণমূলের সাংসদ সংখ্যা এখন মোট ২৭ জন। বিধায়ক ১৮৫ জন। এত লোক মঞ্চে উঠলে তা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তা নিয়েও চিন্তিত দলীয় নেতৃত্ব। শুক্রবার রাতে সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় আসেন মুখ্যমন্ত্রী।

ঘণ্টাখানেক সভামঞ্চের তদারকি করে বাড়ি ফিরেই ফেসবুকে ২১ জুলাই নিয়ে নিজের বক্তব্য ‘আপলোড’ করেন মমতা।

দীর্ঘ পোস্টে ১৯৯৩ সালের ঘটনার স্মৃতি রোমন্থন করে মমতা লিখেছেন, ‘‘প্রতি বছর এ দিনটা এক অসহনীয় যন্ত্রণা নিয়ে আসে। এ দিনটা স্মরণীয় এবং যন্ত্রণার। প্রতি বছর এ দিনটায় আমরা বিভিন্ন গণ-আন্দোলনের শহীদদের সেলাম করি। মা-মাটি-মানুষের উদ্দেশে নিজেদের নিবেদিত করি। ’’

ওই দিনের ঘটনার কিছু ছবিও মমতা ফেসবুকে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।