ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহানন্দার পানিতে প্লাবিত ৩ গ্রাম, বিক্ষোভের মুখে মন্ত্রী

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২

শিলিগুড়ি: চারদিনের অনবরত বৃষ্টিতে শিলিগুড়ি-জলপাইগুড়ির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মহানন্দার জলস্তর ফুলেফেঁপে উঠেছে।

লকগেটগুলি সময়মত খুলতে না পারায় ফুলবাড়ির ৩টি গ্রাম ডুবে গেছে।

ফুলবাড়ির বাড়িঘর সব এখন পানির তলায়। নদীর বাঁধ ভেঙ্গে গেছে। মহানন্দার পানি প্লাবিত এলাকা। এর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে মানুষ। রোববার শিলিগুড়ি-জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা।

এদিন, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

গৌতম দেব বলেন, “যদি বছরের পরে বছর বর্ষার সময়ে বন্যার জলে বাড়ি ডুবে যায় তবে তো ক্ষোভেরই কথা। বাড়ির শিশুরা ভেসে গেছে। পাহাড়ের অবস্থাও খারাপ। ধস নামছে ৫৫ নম্বর জাতীয় সড়কে। সরকার এ পরিস্থিতি সামাল দিতে সবরকম চেষ্টা করছে। ”

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।