ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নেপালে বাস দুর্ঘটনা: ৩৬ ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২

শিলিগুড়ি: নেপালের এক তীর্থযাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে গণ্ডক খালে পড়ে গেলে ৩৬ জন ভারতীয় নিহত হয়েছেন।

স্থানীয় প্রশাসন স‍ূত্রে জানা গেছে, বাসটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৫০ কিলোমিটার দূরে নওয়ালপারাসি জেলার মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

বেশিরভাগ তীর্থযাত্রী ত্রিবেনীঘাটে বোলবাম উৎসবে যোগ দিতে যাচ্ছিল।

ঘটনাস্থল থেকে পুলিশ এ পর্যন্ত ২৫ জন পুরুষ, ১০ জন নারী ও এক শিশুর লাশ উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনও জানা যায় নি। ১০ জন আহতের চিকিৎসা চলছে পার্শ্ববর্তী হাসপাতালগুলিতে। ৫ জন পুরুষকে নওয়ালপর্সি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জন নারীর চিকিৎসা হচ্ছে সেমোরি গ্রামের চৌপাট্টা হেলথ সেন্টারে।

বাসটিতে ৭০ থেকে ৮০ জন তীর্থযাত্রী ছিল। তাদের বেসির ভাগের বাড়ি ভারতের উত্তরপ্রদেশে।

বাসটি অতিরিক্র যাত্রীবোঝাই ছিল। সে কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান।

নেপাল পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এখনও অনেক যাত্রী নিখোঁজ। তাদের খোঁজে ডুবুরি নামানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।