ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অবশেষে রাষ্ট্রপতি নির্বাচনে প্রণবকেই সমর্থন মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১২

কলকাতা: কয়েক দিন আগেই তিনি বলেছিলেন, ‘‘খেলার এখনো অনেক বাকি। ’’ কিন্তু সে ‘খেলা’ এখন শেষ অঙ্কে।

রাজনীতির পথ বৃত্তাকার। তৃণমূল কংগ্রেসও ইউপিএ জোটে।

এতো দিন না করে শেষ পর্যন্ত ১৮০ ডিগ্রি ঘুরে মমতা ব্যানার্জি মঙ্গলবার প্রণব মুখার্জিকেই ভারতের রাষ্ট্রপতি পদে সমর্থন করলেন।

রাইসেনার পথে প্রণব মুখার্জির ঝুলিতে এখন তৃণমূলের ৫০ হাজার ভোট। অবশেষে রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখার্জিকে সমর্থনের পথ বেছে নিল তৃণমূল কংগ্রেস।

দলের সুপ্রিমো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাকরণে ঘোষণা করেন, ‘‘দলে সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছে, কোনো বিকল্প পথ না থাকায় প্রণব মুখার্জিকে সমর্থন করবো আমরা। এর জন্য মনে দুঃখ আছে। তবে সাধারণ মানুষের কথা ভেবে আমাদের এ সিদ্ধান্ত নিতে হল। ’’

তিনি আরো জানালেন, জোটের রাজনীতি করেন তিনি।

মমতা বলেন, ‘‘রাষ্ট্রপতি ইস্যুতে ইউপিএ জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করেনি। একই ইস্যুতে এনডিএতে ভাঙন আছে, বামেদের মধ্যেও ভাঙন আছে। এ সিদ্ধান্ত নিতে আমাদের কষ্ট হয়েছে। ’’

তিনি আরো বলেন, ‘‘কংগ্রেসের কিছু নেতা সিপিএমের চেয়েও কড়া ভাষায় তৃণমূলের সমালোচনা করছিলেন। সিপিএমের সঙ্গে তাদের আঁতাত আছে। আমরা হেসে সমর্থন করতে পারলাম না, পারলে ভালো হতো। ’’

এরই মাঝখানে মমতা ব্যানার্জি রেখে গেলেন কিছু স্মৃতিচিহ্ন। এর মধ্যে রয়েছে, মুলায়েম সিং যাদবকে নিয়ে পৃথক রাষ্ট্রপতি প্রার্থী দেওয়ার প্রচেষ্টা। মুলায়েম সিং যাদবের একশ’ আশি ডিগ্রি ঘুরে গিয়ে ইউপিএ’র প্রার্থী প্রণবকেই সমর্থন। সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে প্রার্থী করার কথা ঘোষণা। রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া থেকে আবদুল কালামের সরে দাঁড়ানো। ‘খেলা শেষ হয়নি’ বলে মুখ্যমন্ত্রীর ফেসবুকে ঘোষণা।

রাষ্ট্রপতি নির্বাচনের ৩ দিন আগে মমতার দলের অবস্থান ঘোষণা করার কথা বলার শেষ পরিণতি হলো প্রণব মুখার্জিকেই সমর্থন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।