ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের লোকসভায় নেতৃত্ব দেওয়ার শীর্ষে রইলেন ইন্দিরা গান্ধী

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
ভারতের লোকসভায় নেতৃত্ব দেওয়ার শীর্ষে রইলেন ইন্দিরা গান্ধী

নয়াদিল্লি: ভারতের লোকসভার সরকারি দলের নেতা হিসেবে দীর্ঘদিন থাকার শীর্ষ স্থান প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দখলেই রইল। ভারতের রাষ্ট্রপতি পদে লড়তে গিয়ে প্রণব মুখার্জির শ্রীমতি গান্ধীকে অতিক্রম করা আর হল না।



ভারতের স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশিদিন লোকসভার নেতৃত্বে ছিলেন ইন্দিরা গান্ধী। সবচেয়ে কম দিন নেতা হিসেবে কাটিয়েছিলেন, চৌধুরী চরণ সিং।

ইন্দিরা গান্ধী লোকসভার নেত্রী ছিলেন ৫ হাজার ২৮২ দিন। তার পিতা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লোকসভার নেতা ছিলেন ৪ হাজার ৪৩৫ দিন।

প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভার সদস্য না হওয়ায় প্রণব মুখার্জি লোকসভার নেতা হিসেবে কাটিয়েছেন ২ হাজার ৯১৯ দিন। বিজেপির শীর্ষনেতা ও সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী লোকসভার নেতা হিসেবে কাটিয়েছেন ১ হাজার ৯৯৫ দিন।

প্রয়াত রাজীব গান্ধী লোকসভার নেতা ছিলেন ১ হাজার ৮৫৩ দিন। এ পদে পি ভি নরসীমা রাওয়ের মেয়াদ ছিল ১ হাজার ৬১৭ দিন।

দেশের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী মোরাজজি দেশাই ৮৫৬ দিন কাটিয়েছেন সংসদের নিম্নকক্ষ রাজ্যসভার নেতার পদে। ভিপি সিং লোকসভার নেতা ছিলেন ৩৪২ দিন। চন্দ্রশেখর লোকসভার নেতা ছিলেন ১২৩ দিন।

জওহরলাল নেহরু ও লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দু’দফায় গুলজারিলাল নন্দ লোকসভার নেতা ছিলেন ২৬ দিন। চরণ সিং লোকসভার নেতা ছিলেন ২৫ দিন।

প্রণব মুখার্জির মতোই প্রধানমন্ত্রী না হয়ে লোকসভার নেতা হিসেবে রামবিলাস পাসোয়ান ৫৪৮ দিন, সত্যানারায়ণ সিংহ ৪০৩ দিন, অর্জুন সিং ১৪৯ দিন দায়িত্ব পালন করেছেন।

এখন প্রণব মুখার্জির অনুপস্থিতিতে লোকসভায় ইউপিএ-২ সরকারকে নেতৃত্ব দেবেন কে? দৌড়ে রয়েছেন ২ জন- বিদ্যুৎমন্ত্রী সুশীলকুমার শিন্ডে এবং স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম।

তামিলনাড়ুর শিবগঙ্গার কংগ্রেস সাংসদ চিদম্বরম লোকসভার নেতা মনোনীত হলে, তিনিই হবেন সে পদে পি ভি নরসিংহ রাওয়ের পর দ্বিতীয় দক্ষিণ ভারতীয় নেতা।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।