ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জটিল ভোট পদ্ধতিতে ভারতের শীর্ষ পদে উঠছেন প্রণব

রক্তিম দাশ, ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টা, ভারতীয় সংবিধানের এক জটিল ভোটদান প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রথম এক বাঙালি দেশের শীর্ষ পদে আসীন হতে চলেছেন।

ভারতের জনগণের সরাসরি অংশগ্রহণ রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনে কখনোই থাকে না।

প্রতিটি রাজ্য থেকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত বিধানসভার বিধায়ক, লোকসভার সাংসদ ছাড়াও রাজ্যসভার সাংসদরা এই ভোটে অংশগ্র নেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গের বিধায়কদের প্রতিটি ভোটের মূল্য ১৫১ করে। ১৯৭১ সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে রাজ্যের মোট বিধায়ক সংখ্যার হাজার গুণ দিয়ে ভাগ করে এই মূল্য পাওয়া যায়।

১৯৭১ সালের জনগণনা অনুযায়ী, পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল ৪ কোটি ৪৩ লাখ  ১২ হাজার ১১।

এই জনসংখ্যাকে মোট বিধায়ক সংখ্যা ২৯৪ গুণ ১০০০ দিয়ে ভাগ করলে ১৫১ হয়।

তিনি বলেন, “দেশের সব রাজ্যের বিধায়কদের ভোটই এই ভিত্তি অনুসারে ঠিক হয়। ”

এই নিয়ম অনুসারে উত্তরপ্রদেশের বিধায়কদের ভোটের মূল্য ২০৮(সর্বোচ্চ)ও সিকিমের বিধায়কদের ভোটের মূল্য ৭ (সর্বনিম্ন)।

১৯৭১ সালের জনসংখ্যার ভিত্তিতে ভোট নির্ণয় আগামী ২০২৬ সাল পর্যন্ত চলবে। তারপর আবার নতুন মান ঠিক হবে। ভারতের ৩০টি রাজ্যের মোট ৪১২০ জন বিধায়কের ভোটের মূল্য ৫ লাখ ৪৯ হাজার ৪৭৪।

লোকসভার ৫৪৩ জন সদস্য ও রাজ্যসভার ২৩৩ জন সদস্যকে নিয়ে মোট সাংসদ হলেন ৭৭৬ জন। ৩০টি রাজ্যের বিধায়কদের মোট ভোটকে ৭৭৬ দিয়ে ভাগ করলে প্রতিটি সাংসদের ভোটের মূল্য দাঁড়ায় ৭০৮।

রাষ্ট্রপতি নির্বাচনে ৭৭৬ জন সাংসদের মোট ভোটের মূল্য ৭৭৬ গুণ ৭০৮, অর্থাৎ ৫ লাখ ৪৯ হাজার ৪০৮। ৭৭৬ জন সাংসদ ও ৩০টি রাজ্যের ৪১২০ জন বিধায়কের মোট ভোটের মূল্য দাঁড়াচ্ছে (৫ লাখ  ৪৯ হাজার ৪০৮+ ৫ লাখ  ৪৯ হাজার ৪৭৪) ১০ লাখ ৯৮ হাজার ৮৮২।

এর মধ্যে জেতার জন্য প্রয়োজন ৫ লাখ ৪৯ হাজার ৪২২টি ভোট। এখন নির্ধ‍ারিত হয়নি ৩৬ হাজার ভোট। এর মধ্যে ভারতের ছোট রাজনৈতিক দলের ভোট ২৯ হাজার।

বঙ্গ সন্তান প্রণব মুখার্জি এদিন পাওয়ার কথা ইউপিএ জোট, সিপিএম, ফরওর্য়াড ব্লক ও এনডিএ জোটের দুই শরিক জনতা দল ইউনাইটেড ও শিবসেনা মিলিয়ে ৭ লাখ ২ হাজার ভোট।

অন্যদিকে, পি এ সাংমার এনডিএ`র শরিক জনতা দল ইউনাইটেড ও শিবসেনা বাদে পাচ্ছেন ৩ লাখ ১৩ হাজার ভোট।

রোববার ২২ জুলাই ভোট গণনা করা হবে। বিকেলের মধ্যে ফল প্রকাশ হবে। রাজনৈতিক দলগুলি তাদের স্পষ্ট অবস্থান ঘোষণার পর প্রণব মুখার্জির ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষা।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।