ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুপারস্টার রাজেশ খান্নার শেষকৃত্য সম্পন্ন

মুম্বাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২

মুম্বাই: বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার।

এদিন সকাল ১০টা ০৫ মিনিট নাগাদ মুম্বাইয়ের ‘আশীর্বাদ’ বাংলো থেকে তার মরদেহ নিয়ে শেষ যাত্রা শুরু হয়।

শবদেহবাহী গাড়ি সাজানো হয়েছিল প্রয়াত নায়কের প্রিয়া সাদা ফুল দিয়ে। গাড়িতে ছিলেন তার সাবেক স্ত্রী ডিম্পল এবং জামাতা অক্ষয় কুমারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

সকাল ১১টা নাগাদ মরদেহ পৌঁছায় মুম্বাইয়ের ভিলে পার্লের পবন হান্স শশ্মানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। হিন্দু ধর্মীয়মতে মুখাগ্নি করেন তার নাতি টুইঙ্কল ও জামাই বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের সন্তান আরব।

বলিউডের‌ `কাকা`র শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে শশ্মানে আসেন পুত্র অভিষেকসহ অমিতাভ বচ্চন।   এছাড়া রানী মুখার্জী, রণবীর কাপুর, শক্তি কাপুরসহ বলিউড তারকারা শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন।

এদিকে সকাল থেকেই শেষবারের মতো ‘কাকা’-কে দেখার জন্য প্রবল বৃষ্টি উপেক্ষা করে তার বাসস্থান আশীর্বাদের সামনে ছিল হাজারো ভক্তের ভিড়। প্রিয় নায়ককে শেষবারের মতো দেখার জন্য আগত ভক্তদের ভিড় সামলাতে রীতিমতো নাজেহাল হতে হয়েছে পুলিশকে। দ‍ূরদূরান্ত থেকে প্রিয় নায়ককে অন্তিম বিদায় জানাতে এসেছেন অনেকে। এছাড়া বলিউড ও রাজনীতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরাও প্রয়াত সুপারস্টারকে অন্তিম বিদায় জানানোর জন্য হাজির হন।

পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তাবেষ্টনীর ব্যবস্থা করা হয়েছে রাস্তা জুড়ে। মোতায়েন করা হয়েছে প্রায় ৭০০ পুলিশ। ৷

বুধবার সকালে নিজ বাসভবনে মৃত্যু হয় রাজেশ খান্নার। ৷ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। টানা অসুস্থ ছিলেন গত এপ্রিল মাস থেকে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।