ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় যৌনকর্মীদের আন্তর্জাতিক প্রতিবাদ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
কলকাতায় যৌনকর্মীদের আন্তর্জাতিক প্রতিবাদ

কলকাতা: যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে না পারায় শনিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে যৌনকর্মীদের আন্তর্জাতিক প্রতিবাদ সম্মেলন। ২২টি দেশের প্রায় সাড়ে ৫শ যৌনকর্মী এতে অংশ নেবেন।

 

কলকাতার স্বভূমিতে এক সপ্তাহ ধরে এই প্রতিবাদ সম্মেলনকে তারা বলছেন স্বাধীনতা বা মুক্তির উৎসব। সম্মেলনের আয়োজক ‘অল ইন্ডিয়া নেটওয়ার্ক অফ সেক্স ওয়ার্কার্স, গ্লোবাল নেটওয়ার্ক অফ সেক্স ওয়ার্কার্স এবং দুর্বার মহিলা সমন্বয় কমিটি।

গ্লোবাল সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের প্রেসিডেন্ট অ্যান্ড্রু হান্টার, সংগঠনের গ্লোবাল কো-অর্ডিনেটর রুথ মর্গান এবং দুর্বারের পক্ষে স্মরজিৎ জানা বলেছেন,“ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শনিবার ২১ জুলাই থেকেই শুরু হচ্ছে ১৯তম আন্তর্জাতিক এড্স সম্মেলন।

গত ২৫ বছর ধরে এই সম্মেলনে নীতি-নির্ধারক, বিশেষজ্ঞ, সরকারি প্রতিনিধি, সাধারণ মানুষের সঙ্গে যৌনকর্মীরাও অংশ নিতেন। কিন্তু সম্মেলনে এই প্রথম যৌনকর্মীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। ”  

তার প্রতিবাদে, একই দিনে কলকাতাতে আন্তর্জাতিক সম্মেলন শুরু করছেন যৌনকর্মীরা।

আমেরিকার সময়ের সঙ্গে তাল মিলিয়ে কলকাতার সম্মেলন চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

সংগঠনটির গ্লোবাল কো-অর্ডিনেটর রুথ মর্গান বলেন, “ওয়াশিংটনের অনুষ্ঠানের সঙ্গে আমরা ভিডিও যোগাযোগ স্থাপন করছি। এতে কলকাতার অনুষ্ঠান ওয়াশিংটনে এবং ওয়াশিংটনের অনুষ্ঠান কলকাতায় সরাসরি দেখা যাবে। আমাদের ওয়াশিংটনের অনুষ্ঠান থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করা হলেও এই ভাবেই আমরা থাকব। ”

তিনি আরও বলেন,“মোট ৭টি বিষয়ে স্বাধীনতার কথা এই সম্মেলনে যৌনকর্মীরা উপস্থাপন করবেন। এগুলি হল যথাক্রমে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের স্বাধীনতা, একসঙ্গে সম্মেলন করার স্বাধীনতা, আইনি সাহায্য পাওয়ার স্বাধীনতা, হিংসা থেকে বাঁচার স্বাধীনতা, সমাজের বিদ্রূপ থেকে রক্ষা পাওয়ার স্বাধীনতা, উন্নত স্বাস্থ্য পরিসেবা পাওয়ার স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা। ”

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।