ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রণবের জয়ের আনন্দে চা চক্রের আয়োজন রাজ্য কংগ্রেসের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২

কলকাতা: ভারতের রাষ্ট্রপতির পদে প্রণব মুখার্জির জয়লাভ উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্রের উদ্যোগে রোববার সন্ধ্যায় এক চা-চক্রের আয়োজন করা হয় ৷

কলকাতার একটি পাঁচতারা হোটেলে এই চা-চক্রে রাজ্য কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য ও দলের বিভিন্ন নেতৃত্ব ছাড়াও হাজির ছিলেন শিল্পপতি, শিক্ষাবিদরা৷তবে আমন্ত্রণ সত্ত্বেও তৃণমূল ও বামফ্রন্টের কোনও প্রতিনিধি তাতে যোগ দেননি৷

এদিন ভোটের ফল ঘোষণার আগেই সেখানে পৌঁছে যান আমন্ত্রিতরা ৷চা-চক্র চলাকালীনই প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে ফোনে প্রণব মুখার্জির নির্বাচিত হওয়ার খবর আসে ৷ হাততালি দিয়ে জয় উদযাপন করেন কংগ্রেস নেতারা ৷

২৫ জুলাই সংসদের সেন্ট্রাল হলে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মমতা ব্যানার্জি। ২৪ জুলাই রাতেই দিল্লি পৌঁছবেন মুখ্যমন্ত্রী ৷তার জন্য দিল্লি থেকে বিশেষ বিমান পাঠানো হতে পারে ৷

রাষ্ট্রপতি পদে শপথগ্রহণের দিন দাদার পাশে থাকতে রোববার বিকালে কলকাতা থেকে রাজধানী এক্সপ্রেসে দিল্লি রওনা দিলেন প্রণব মুখার্জির তিন বোন কৃষ্ণা চট্টোপাধ্যায়, স্বাগতা দাস মুখার্জি এবং ঝর্ণা বিশ্বাস৷৷ উপহার হিসেবে সঙ্গে নিয়ে যাচ্ছেন দাদার পছন্দের মিষ্টি, চকোলেট এবং বই ৷যদিও শরীর বাদ সাধায় দিল্লি না যেতে পারায় মিরাটির বাড়িতে বসেই ভাইকে শুভেচ্ছা জানাবেন দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়৷

বাংলাদেশ সময়: ০৬১১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২
আরডি/সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।