গুয়াহাটি: নিন্ম আসামের কোকরাঝারে গোষ্ঠী দ্বন্দ্ব ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ধুবরি, কোকরাঝাড়, চিরাং ও বঙ্গায়গাওতে সেনাবাহিনী ফ্ল্যাগমার্চ করছে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হতে পারে সেদিকে নজর রেখেছে তারা।
১৯ জুলাই কোকরাঝাড় জেলায় দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। এর জেরে এ পর্যন্ত ৩২ জন মানুষের মৃত্যু হয়েছে এবং ১ লাখ ৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ বিবাদের সঠিক কারণ সরকারি সূত্র থেকে জানানো হয় নি। তবে জমি নিয়ে বিবাদের জেরেই এই সংঘর্ষ বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
কোকরাঝাড়ে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে আসামের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মোহন্ত এবং অসম গণপরিষদের বিরোধী দলনেতা কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন।
এ ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব আগে কখনও দেখা যায় নি বলে দাবি করেন তারা। অসম গণ পরিষদের পক্ষ থেকে একটি পরিদর্শক দল ঘটনাস্থলে পাঠান হবে।
এ ঘটনায় ট্রেন পরিষেবা সম্পূর্ণভাবে বিঘ্নিত হচ্ছে। ২০ হাজার যাত্রী আসাম ও প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে অপেক্ষা করছে তাদের গন্তব্য পৌঁছানোর জন্য।
২১টি ট্রেন এ পর্যন্ত বাতিল করা হয়েছে। গুয়াহাটি রেল স্টেশনে কয়েকশ’ যাত্রী অপেক্ষা করছে। তাদের মধ্যে শিশু, নারী, বৃদ্ধ সবাই রয়েছে। তারা রেলস্টেশনেই রাত কাটায়।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর