ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ৩দিনব্যাপী রবীন্দ্র সঙ্গীত কর্মশালা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১২

আগরতলা(ত্রিপুরা): বাংলাদেশের শিল্পীদের তত্ত্বাবধানে আগরতলায় চলছে রবীন্দ্র সঙ্গীত কর্মশালা। ৩ দিনব্যাপী এ কর্মশালা শেষ হবে সোমবার।



রবীন্দ্র পরিষদের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে ৪ আগস্ট থেকে শুরু হয় এ কর্মশালা।

কর্মশালার উদ্বোধন করেন প্রবীণ শিল্পী শ্রী সমীর কান্তি দাস। প্রশিক্ষক হিসেবে এসেছেন বাংলাদেশের শিল্পী মনসুরা বেগম। কর্মশালায় প্রায় ৫০ জন শিক্ষার্থী যোগ দিয়েছেন।

সমাপনী অনুষ্ঠানে শিল্পী মনসুরা বেগম ও নীলোৎপল সাধ্য সঙ্গীত পরিবেশন করবেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।