ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পরবর্তী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মমতাকে যোগ্য মনে করে তৃণমূল!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১২

নয়াদিল্লি: আগামী দিনে কংগ্রেস-তৃণমূল সম্পর্ক আদৌ থাকবে কি না, তা নিয়েও ঘনীভূত হচ্ছে রহস্য৷ সম্প্রতি ইউপিএ-২ য়ের দুই শরিকের বিবাদ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে চরমে উঠলেও পরে আবারও তা আপাতত স্থিতিশীল ৷

সোমবার এই পরিপ্রক্ষিত কংগ্রেসের উপর চাপ বাড়িয়ে ২০১৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের একলা চলার ইস্যুকে উস্কে দিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷

তৃণমূলের লোকসভার নেতা এদিন দিল্লিতে সোনিয়া গান্ধীর দেওয়া উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দেওয়া মধ্যাহ্নভোজের পর বলেন, লোকসভা নির্বাচনের বিষয়ে তারা এখনও কোনও সিদ্ধান্ত নেননি ৷তবে তৃণমূল চায়, বাংলার ৪২ জন সাংসদই মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকুক ৷

শুধু তাই নয়, এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে মমতা ব্যানার্জি অত্যন্ত যোগ্য ৷

রোববারই প্রবীন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী তার ব্লগে লিখেছেন, ২০১৪-য় অকংগ্রেসি-অবিজেপি কেউ প্রধানমন্ত্রী হতে পারেন ৷

এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই সুদীপের এই মন্তব্যে দিল্লির রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃস্টি হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে একলা চলার ডাক দিলেও দিল্লিতে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকেই জানিয়েছিলেন মমতা ব্যানার্জি।



এদিকে, সংসদের বাদল অধিবেশনের আগে এদিন সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন লোকসভার স্পিকার মীরাকুমার।


ওই বৈঠকের পর বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ, পেনশন বিল নিয়ে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় ৷

তিনি বলেন, শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ে, এমন সিদ্ধান্ত সরকার যেন না নেয়৷

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।