ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রমজানে সামুসার দাম বেঁধে দিল পাকিস্তান সুপ্রিমকোর্ট!

ডেস্ক রির্পোট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
রমজানে সামুসার দাম বেঁধে দিল পাকিস্তান সুপ্রিমকোর্ট!

কলকাতা: এবার রমজানে সামুসার দাম নিয়ন্ত্রণ করতে সরাসরি হস্তক্ষেপ করলেন পাকিস্তানের সুপ্রিমকোর্ট।

দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশানুসারে, পাঞ্জাব সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত বৃহস্পতিবার সামুসার সর্বনিম্ন দাম বেঁধে দিয়েছে ৬ পাকিস্তানি রুপি।



গত সপ্তাহে পাকিস্তানের পাঞ্জাব সরকার, ব্যবসায়ী গোষ্ঠী ও মিষ্টি ফেডারেশনের মধ্যে সামুসার বাজার দর নিয়ে আইনি দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই সর্বোচ্চ আদালত গত বৃহস্পতিবার দাম বেঁধে দিলেন।

এর আগেও পাকিস্তানে সমুসার দাম নির্ধারণ নিয়ে আইনি লড়াই হয়েছে।

পাঞ্জাব প্রদেশে ২০০৯ সালে একটি সমুসা ৬ রুপিতেই বিক্রি হয়েছে। কিন্তু দাম বেশি নেওয়ার অভিযোগে ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করে লাহোর জেলা প্রশাসন।

পাঞ্জাব বেকারস ও মিষ্টি ফেডারেশনের সম্পাদক চৌধুরী মহম্মদ আফজল সে সময় এ আদেশকে চ্যালেঞ্জ জানালেও আদালত পিটিশন খারিজ করে দেন।

কিন্তু ১৯৫৮ সালের ফুড কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী পাকিস্তানে কোনো আঞ্চলিক সরকার সামুসার দাম বেঁধে দিতে পারে না।

অন্যদিকে সরকার বলছে, যেসব খাদ্যদ্রব্য সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হচ্ছে তার দাম সরকার নিয়ন্ত্রণ করতে পারে।

এর আগেও চিনির যোগান কম থাকায় দাম নিয়ন্ত্রণ করেছিল সরকার।

বাংলাদেশে সময়: ০০৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।