নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গা শহরে মনমোহনের পৈত্রিক বাড়িতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন জারদারি।
পাক দূতাবাসের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, “মনমোহনের এ সফরের ফলে প্রতিবেশী দুই রাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত হবে। ”
চিঠিতে জারদারির বলেছেন, “নভেম্বরে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরুনানকের জন্মদিবসের অনুষ্ঠানের সময় আসুন। এর ফলে শুধু যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হবে তাই নয়, দু’দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনও মজবুত হবে। ”
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকালিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর