ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হরিয়ানায় কাজের সন্ধানে গিয়ে গ্রেফতার ছিটমহলবাসী

রক্তিম দাশ, ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১২

কলকাতা: ভারতের হরিয়ানা রাজ্যে কাজের সন্ধানে গিয়ে বাংলাদেশি নাগরিকের অভিযোগে গ্রেফতার হলেন রুহুল আমিন শেখ নামে ৩ নম্বর মশালডাঙা ছিট (ভুরঙ্গামারি থানা, কুড়িগ্রাম জেলা) এর বাসিন্দা।

গত রোববার রাতে হরিয়ানার গুরাগাঁও জেলার ৫৬ নম্বর সেক্টর থানার পুলিশ তাকে ফরটিন ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করে।

এ নিয়ে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি কোচবিহারের জেলাশাসক মোহন গান্ধীর কাছে তার মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। আটক ছিটমহলবাসীর ছবিসহ পরিচয়পত্রও প্রশাসনের কাছে দেওয়া হয়েছে।

ছিটমহল সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বাংলানিউজকে বৃহস্পতিবার বলেন, ওই ব্যক্তি ছিটমহলের বাসিন্দা। যৌথ জনগণনায় তার বাড়ির নম্বর দেওয়া হয়েছে এইচসি/১১/৪৯। মানবিক কারণেই ছিটমহলবাসীরদের ওপর এই মামলা দায়ের করা যায় না। কারণ ভারতের ছিটমহলের বাসিন্দা বাংলাদেশ ও বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা ভারতের ওপর ভরসা করে জীবনযাপন করেন। সমস্যার সমাধানের যখন দুই দেশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে ঠিক তখন এই ধরনের ঘটনা অবাঞ্ছিত।

তিনি বলেন, আমরা হরিয়ানায় যোগাযোগ করছি। প্রয়োজনে বিষয়টি মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির নজরের আনা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।