ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার বিধানসভা নির্বাচনে যোগ হচ্ছে ইভিএম

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): নির্বাচন যতোই এগিয়ে আসছে, ততোই বাড়ছে নির্বাচনী তৎপরতা। নির্বাচনের সাজে তৈরি হচ্ছে ত্রিপুরা।

ওই নির্বাচনে ব্যবহারের জন্য রাজ্যে আসতে শুরু করেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।

ত্রিপুরায় আগামী নির্বাচনের জন্য প্রায় তিন হাজার ইভিএমের প্রয়োজন হবে। কিন্তু আনা হবে সাড়ে চার হাজার ইভিএম।

বিধানসভা নির্বাচনের এখনো সাত মাস বাকি। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচনী দফতরও তৎপর। রাজ্যে আবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নতুন ভোটারদের অর্ন্তভুক্তির কাজও চলছে। পাশাপাশি কমিশন ইভিএমেও জোর দিয়েছে।  

শুক্রবার আসাম থেকে পশ্চিম জেলার জন্য ৬০০টি ইভিএম  আনা হয়েছে। এটা ত্রিপুরা রাজ্যে আসা প্রথম দফার ইভিএম।

ইভিএমগুলোকে উমাকান্ত স্কুলের স্ট্রংরুমে রাজ্য পুলিশ এবং কংগ্রেস সিপিআইএম, আইএনপিটিসহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিকে সামনে রেখে সিল করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বপন কুমার দাস জানান, ইভিএম মেশিনগুলো শুধুমাত্র পশ্চিম জেলার জন্য। তাছাড়া পুরোনো ইভিএমগুলো থেকেও কাজে লাগানো হবে। প্রয়োজনে আরো নতুন ইভিএম আনা হবে। ইভিএমগুলো বহুদিন ধরে ওই স্ট্রংরুমে থাকবে। তাই এর সুরক্ষার জন্য রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও নিয়োগ করার আবেদন জানান আইএনপিটির প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা।

বাংলাদেশ সময়: ১২১২ ঘন্টা, আগস্ট ০৪, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।