শিলিগুড়ি: দার্জিলিং পাহাড়ের নবগঠিত জিটিএ`র শপথ গ্রহণ অনুষ্ঠানে শনিবার ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এই দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে ২ বছরের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় গঠনের প্রতিশ্রুতি দেন৷
এর পাশাপাশি, পলিটেকনিক ইনস্টিটিউট, হাসপাতাল ও আইটিআই ইনস্টিটিউট গঠনের উদ্যোগের কথাও জানান মুখ্যমন্ত্রী৷
দার্জিলিংয়ের মানুষকে আর্থিক সাহায্যের অঙ্গীকার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডে৷ অনুষ্ঠানে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ যশবন্ত সিংও।
মুখ্যমন্ত্রী বলেন, “দার্জিলিংয়ে ২ বছরের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় গঠন করা হবে৷ তৈরি হবে পলিটেকনিক ইনস্টিটিউট, হাসপাতাল ও আইটিআই ইনস্টিটিউটও৷”
তিনি বলেন, “নবনির্বাচিত সংস্থার এখন এলাকার উন্নয়নেই একমাত্র নজর দিতে হবে। এ ব্যাপারে সবধরনের সাহায্য করবে রাজ্য সরকার। ”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডে বলেন, “পাহাড়ের উন্নয়নে ২০০ কোটি রুপি দেওয়া হয়েছে৷ আগামী তিন বছর প্রতি বছরে আরও ২০০ কোটি রুপি দেওয়া হবে। ”
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর