ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলার প্রধান বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): শনিবার গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে গেছে মহারাজগঞ্জ বাজার।

এটি আগরতলার প্রধান খুচরা ও পাইকারি বাজার।

আগুনে এখানকার প্রচুর দোকানপাট পুড়ে ছার খার হয়ে গেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত তখন প্রায় ১২টা বেজে ১০ মিনিট। দাউদাউ জ্বলছে মহারাজগঞ্জ বাজার। অগ্নি নির্বাপক গাড়ির সাইরেনের আওয়াজে রাতের আগরতলা সচকিত হয়ে ওঠে।

ছোটাছুটি শুরু হয়ে যায় এলাকার লোকজনের। মাছবাজারের দিকে পুকুরের দক্ষিণ পাশে ততক্ষণে আগুনের গ্রাসে চলে যায় ১০০-র উপরে দোকান ঘর। একের পর এক দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এলাকাবাসী মনে করছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও পুলিশ সূত্রে এ বিষয়ে কিছু জানা যায় নি। ৭ টি দমকল সমানে পানি ঢেলে চলে আগুনে।

এলাকাবাসীর অভিমত, বাজারটির পরিকাঠামোগত পরিবর্তন একান্ত জরুরি। রাস্তা, জল, নিকাশী ব্যবস্থা, বাজার শেড্ ইত্যাদির উন্নয়নের দাবি বহু বছরের। প্রতি বছর এ বাজারে আগুন লাগে। রোববার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১২
প্রতিনিধি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।