ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জমি জটে অনিশ্চয়তার মুখে পশ্চিমবঙ্গের জাতীয় সড়ক প্রকল্প

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১২

কলকাতা: রাজ্য সরকার জমি অধিগ্রহণে ব্যর্থতায় বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে ৫ টি জাতীয় সড়ক প্রকল্পের কাজ।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাজ্য সরকারকে চিঠি দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জমি অধিগ্রহণের আবেদন জানালেও এখন পর্যন্ত রাজ্য সরকার প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির মাত্র ১৩ শতাংশ অধিগ্রহণ করতে পেরেছে।



জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, তাদের হাতে এখনও কোনো জমি হস্তান্তর করা হয়নি। জমি না পাওয়ায় ২ বছর ধরে এ রাজ্যে জাতীয় সড়ক প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।

২০১০ সালে রাজ্যের ৫টি জাতীয় সড়কে বড় সম্প্রসারণের প্রকল্প নেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। প্রকল্প রূপায়ণের জন্য প্রয়োজন ১ হাজার ৭৭২ হেক্টর জমি। কিন্তু গত দু’বছরে রাজ্য সরকার মাত্র ২৩৩ হেক্টর জমি অধিগ্রহণ করতে পেরেছে। যা প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির মাত্র ১৩ শতাংশ।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের বক্তব্য, ইতিমধ্যেই তারা রাজ্য সরকারকে ২৩৬ হেক্টর জমির জন্য ক্ষতিপূরণের টাকা দিয়ে দিয়েছে। কিন্তু রাজ্য সরকার এখন পর্যন্ত তাদের কোনো জমি হস্তান্তর করতে পারেনি।

সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের কাজে আর দেরি হলে ওই প্রকল্প বাস্তবায়নেই সমস্যা তৈরি হবে। দীর্ঘ দিন ধরে প্রকল্পের কাজ ঝুলে থাকায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট ঠিকাদাররা প্রকল্প থেকে সরে যেতে চাইছেন।

৫টি প্রকল্পের মধ্যে রাজ্যের সবক’টি জাতীয় সড়কই রয়েছে। রয়েছে জাতীয় সড়ক ৩৪, জাতীয় সড়ক ৩১, জাতীয় সড়ক ৬, জাতীয় সড়ক ২ এবং জাতীয় সড়ক ৩১ ডি এর সম্প্রসারণ।

প্রয়োজনীয় ১ হাজার ৭৭২ হেক্টর জমি রাজ্যের প্রায় ১২টি জেলায় ছড়িয়ে রয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর ও বর্ধমান।

তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এ বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না রাজ্য সরকার। তাদের বক্তব্য সমস্যাটিকে জমি অধিগ্রহণের সমস্যা থেকে বাড়িয়ে দেখানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।