ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চার বছরেও অনুমোদন মেলেনি সংখ্যালঘু বিলের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু কমিশন গঠনে এখনও মেলেনি রাষ্ট্রপতির অনুমোদন। এ খবর জানিয়েছেন রাজ্যের সংখ্যালঘু দফতরের মন্ত্রী সহিদ চৌধুরী।



তিনি জানান, ২০০৮ সালের ২৬ নভেম্বর রাজ্য বিধানসভায় সংখ্যালঘু কমিশন গঠনের জন্য বিল পাস হয়েছিল। এরপরই বিলটি অনুমোদন করার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। কিন্তু প্রায় চার বছর হয়ে গেলেও বিলটি অনুমোদন করেননি রাষ্ট্রপতি।

সরকারী রীতি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিলটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কাছে। রাজ্য সরকার প্রতিনিয়ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে বিলটি অমুমোদন করানোর জন্য।

সংখ্যালঘু কমিশন সংক্রান্ত বিলটি যতো তাড়াতাড়ি রাষ্ট্রপতি ভবন থেকে অনুমোদন করানো যায়, তার সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন সংখ্যালঘু মন্ত্রী সহিদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।