ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কেন্দ্রীয় সরকারের দারস্থ হবেন আত্মসমর্পণকারী জঙ্গিরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : নিজেদের দাবি আদায়ে কেন্দ্রীয় সরকারের দারস্থ হবেন আত্মসমর্পণকারী জঙ্গিরা। কেন্দ্রীয় সরকার তাদের দাবি পূরণ না করলে আমরণ অনশনেও যাবার হুমকি দেন তারা।



মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিজেদের এ বক্তব্য তুলে ধরেন আত্মসমর্পণকারী জঙ্গিরা।

যারা এক সময়ে উগ্রবাদের পথে চলে গিয়েছিলেন, আজ তাদের একটা বিশাল অংশ জীবনের মূল স্রোতে ফিরে ছন্নছাড়া জীবনযাপন করছেন বলে অভিযোগ আত্মসমর্পণকারীদের।

আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের ১৫ দফা দাবি সনদের কথা তুলে ধরেন আত্মসমর্পণকারীরা।

সংবাদ সম্মেলনে ডেনিয়েল দেববর্মারা জানান, ধনু কলই ও ডলফিন কলই গ্রেফতার হওয়ার পর থেকে আত্মসমর্পণকারীদের ওপর পুলিশি নজরদারি কয়েক গুণ বেড়ে গেছে। ফলে স্বাভাবিক জীবনে ছন্দপতন হচ্ছে তাদের।

সংবাদ সম্মেলনে তারা ত্রিপুরা রাজ্য সরকারের কড়া সমালোচনা করে অভিযোগ করেন, বিভিন্ন সময়ে সিআরপিএফ, টিএসআর ও আসাম রাইফেলসের কাছে যারা আত্মসমর্পণ করেছেন, তাদের সঠিক তালিকা রাজ্য সরকার তৈরি করছে না। ফলে কিছু দিন পর পরই পুলিশি হয়রানির স্বীকার হতে হচ্ছে আত্মসমর্পণকারীদের। ফলে তাদের মধ্যে কেউ কেউ বাধ্য হয়ে জঙ্গলে ফিরে যাচ্ছেন।

আত্মসমর্পণকারীরা অভিযোগ করেন, রাজ্য সরকার বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি নিয়ে কথা রাখেনি। ফলে বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকারের শরণাপন্ন হবেন তারা। সেখানেও সাড়া না পেলে আন্দোলনের পাশাপাশি অনশনে যাওয়ার হুমকি দেন।

সংবাদ সম্মেলনে ডেনিয়েল দেববর্মা ছাড়াও দিলিপ দেববর্মা ও জীবন জয় রিয়াং উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।