ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উন্নয়নের বার্তা দিয়ে মাওবাদীদের হুঁশিয়ারি মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২

কলকাতা : নয়া সরকারের প্রথম পনের মাসে জঙ্গলমহলে উন্নয়নের কাজ কতটা এগিয়েছে তা জানতে ও জানাতে পশ্চিম মেদিনিপুরের বেলপাহাড়িতে সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার তিনি একটি জনসমাবেশে জঙ্গলমহলে উন্নয়নে তার সরকারের `সাফল্যের` কথা তুলে ধরার পাশাপাশি যুবসমাজের জন্য কর্মসংস্থানের বিষয়টিতে বিশেষ জোর দিয়েছেন।



পশ্চিম মেদিনীপুরের যুবসমাজকে মুখ্যমন্ত্রীর বার্তা দেন, পুলিশে আরও চাকরি হবে। এখানকার ছেলেমেয়েরাই চাকরি পাবে। আরও ৫ হাজার হোমগার্ড এবং আই সি ডি এস নেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

জঙ্গলমহলের উন্নয়নে তার সরকারের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, নয়াগ্রাম, শালবনি, লালগড়ে কলেজ হচ্ছে, নতুন হাসপাতাল হচ্ছে, ৩৩১টি কিষাণ বাজার হবে। আগামী ২ বছরে প্রতিটি ব্লকে আইটিআই, পানীয় জলের প্রকল্প গড়ারও হবে।

এদিন বেলপাহাড়ির মঞ্চ থেকে মাওবাদীদের কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা কাপুরুষ, তারাই বন্দুক নিয়ে খুন করে। মাওবাদীরা শান্তি চায় না, ওরা উড়িশা, ঝাড়খণ্ড থেকে আসছে আর শান্তি নষ্ট করতে চাইছে।

জঙ্গলমহলের শান্তি ও সুস্থিতি নষ্ট করলে তাঁর সরকার কড়া ব্যবস্থা নেবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এলাকার মানুষের কাছে মুখ্যমন্ত্রীর আহ্বান, `শান্তি এলে উন্নয়ন হবে, উন্নয়ন হলেই কর্মসংস্থান হবে, পর্যটন কেন্দ্র তৈরি হবে, মাওবাদীদের ভয় পাবেন না। `

মাওবাদী হানায় নিহতদের পরিবারের প্রতি একজনকে রাজ্য সরকার চাকরি দেবে বলে জানিয়ে জঙ্গলমহলের মানুষের কাছে মুখ্যমন্ত্রীর পরামর্শ, গ্রামে গ্রামে শান্তিরক্ষী বাহিনী গড়ুন। যাঁরা শান্তিরক্ষী বাহিনীতে থাকবেন তাঁদের চাকরির অগ্রাধিকার দেওয়া হবে`।

বুধবার বেলপাহাড়ির মঞ্চ থেকে মাওবাদীদের হিংসার পথ পরিহার করার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, `মাওবাদীরা সামাজিক পথে ফিরুন, ফিরলে সবরকম সাহায্য করব, বন্দুক নিয়ে ভয় দেখাবেন না`।


তাঁর সরকার ইতোমধ্যেই আত্মসমর্পণকারী কয়েকজন মাওবাদীর পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময় : ২০১৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।