ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কেশপুরে তৃণমূলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১২

কলকাতা: রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দুই গ্রুপের সংঘর্ষে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের খেজুরবনি গ্রাম৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেসের ব্ল‍ক সভাপতি আশিস প্রামাণিকের গ্রুপের সদস্যরা সাবেক ব্ল‍ক সভাপতি চিত্ত গড়াইয়ের গ্রুপের ওপর হামলা চালান৷

সংঘর্ষের সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি ও বোমাবাজি চলে। ঘটনাস্থলে গুলিবিদ্ধও হন ২ জন আর বোমাবাজিতে আহত হন আরো একজন৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের সামনেও গুলি চলে বলে অভিযোগ উঠেছে৷ সংঘর্ষে আহত হয়েছেন মোট ৮ জন৷

তৃণমূলের সাবেক ব্ল‍ক সভাপতি চিত্ত গড়াইয়ের গ্রুপের সমর্থকদের অভিযোগ, এলাকার বর্তমান ব্ল‍ক সভাপতি আশিস প্রামাণিকের গ্রুপের লোকেরা এলাকায় চাঁদাবাজি করছেন।

এর পাশাপাশি অন্যায়ভাবে সাধারণ মানুষের কাছ থেকে জরিমানা আদায় করতেন বলেও অভিযোগ৷

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আশিস প্রামাণিকের গ্রুপের সমর্থকরা। গুরুতর আহত অবস্থায় চিত্ত গড়াইয়ের গ্রুপের ৩ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ সংঘর্ষের ঘটনায় কম-বেশি আহত হয়েছেন আরও ৫ জন৷ তাদের কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।