নয়াদিল্লি: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাকা শিবপাল যাদব তারই দফতরের আধিকারিকদের চুরি করার পরামর্শ দিয়ে রাজ্যে বির্তক তৈরি করেছেন।
তার দফতরের আধিকারিকদের সঙ্গে দুর্নীতি কীভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা করার সময় তিনি বলেছেন আপনারা কাজও করুন, সঙ্গে অল্প চুরিও করতে পারেন।
এই খবরটি বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই শিবপাল যাদবের সাফাই গেয়ে শুক্রবার বলেছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে৷তাই তার এ পরামর্শ।
যদিও খবর সামনে আসায় এদিন সরাসরি সংবাদমাধ্যমকেই দোষারোপ করেছেন তিনি৷
এর আগে চলতি বছরের জুলাই মাসে তার আর এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছিল।
তিনি রাজ্যে গোহত্যা বন্ধ করার পরামর্শ দিয়ে বলেছিলেন, গরুকে জবাই করা থেকে বাঁচাতে গেলে, নিলগাই জবাই করা যেতেই পারে।
এক্ষেত্রে তার যুক্তি ছিল, গরুর তুলনায় নিলগাই অনেক বেশি আছে। এর পাশাপাশি নিলগাই খেতেও সুস্বাদু বলে তিনি মন্তব্য করেন। তার এই কথায় বিতর্কের ঝড় ওঠে।
ভারতে নিলগাই বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী বলে পরিচিত। স্বভাবতই পরিবেশবিদরা তার এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর