ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুই বাঙালির ভারত জয়

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
দুই বাঙালির ভারত জয়

নয়াদিল্লি : দ্বিতীয়বারের জন্য ভারতের উপ-রাষ্ট্রপতি পদে শনিবার শপথ নিলেন হামিদ আনসারি ৷ অর্থাৎ প্রণব মুখোপাধ্যায় ও তিনি মিলে এবার ভারতে ক্ষমতার শীর্ষ পদে আসীন হলেন দুই বাঙালি। আনসারি হলেন ভারতের চতুর্দশ উপ-রাষ্ট্রপতি।



এদিন নয়াদিল্লির অশোকা হলে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ সেখানে তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ৷ ২০০৭ সালে এনডিএ প্রার্থী নাজমা হেফতুল্লাকে হারিয়ে উপ-রাষ্ট্রপতি পদে প্রথমবারের জন্য নির্বাচিত হন হামিদ আনসারি ৷

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএর চেয়ারপার্সন ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা।

শপথ নেওয়ার পর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

এবারেও প্রত্যাশা মতো উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছিলেন ইউপিএ প্রার্থী হামিদ আনসারি৷ বিরোধী এনডিএ প্রার্থী যশবন্ত সিংকে ব্যাপক ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন হামিদ৷

প্রতিদ্বন্দ্বীর থেকে দ্বিগুণের বেশি ভোট পেয়েছেন আনসারি। এর আগে পরপর দু’বার ভারতের উপ-রাষ্ট্রপতি হন মাত্র একজন। তিনি হচ্ছেন প্রখ্যাত দার্শনিক ও শতাব্দীর সেরা চিন্তকদের একজন  ড. সর্বপল্লি রাধাকৃষ্ণণ (১৯৫২-১৯৬২)৷

তার ঠিক অর্ধশতাব্দী বছর পর একই গৌরবের মুকুট উঠল একদা কলকাতার বাসিন্দা ও জন্মসূত্রে বাঙালি হামিদ আনসারীর শিরে।

বাংলাদেশ সময় : ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।