কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মঙ্গলবার তিনি বলেন, “অনেক রায় টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে।
এদিন তিনি অভিযোগ করে বলেন, “অন্য রাজ্যে টাকা দিয়ে রাজনীতিকদেরও কেনা হয়। ভোটে বিপুল টাকার লেনদেন চলে। বাংলায় এটা কম। তামিলনাড়ুতে প্রচুর টাকার লেনদেন চলে। একজনকে চিহ্নিত করে কিছু হবে না। সকলের সমান বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। ”
দেশের গণতান্ত্রিক ব্যবস্থার বস্তুনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দেশের বিচারব্যবস্থা থেকে গণতন্ত্র সবখানেই দুর্নীতি। এটা দুর্ভাগ্যের। ”
মুখ্যমন্ত্রীর রোষের কোপ থেকে এদিন বাদ যায়নি ভারতের নির্বাচন ব্যবস্থাও। নির্বাচন ব্যবস্থার পুনর্গঠনেরও দাবি জানান তিনি।
বিচারব্যবস্থা থেকে কমিশন, তীব্র আক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরেই জন্ম নিয়েছে নয়া বিতর্ক। বিভিন্ন মহলে প্রশ্ন, বিরোধী আসনে থাকাকালীন যখন নন্দীগ্রাম, নেতাইকাণ্ডের রায় বাম সরকারের বিরুদ্ধে গিয়েছিল, তখন তো বিচারব্যবস্থার গুণগানই শোনা গিয়েছিল তখনকার বিরোধী নেত্রীর গলায়। তাহলে এখন গত ১৫ মাসে সিঙ্গুর থেকে শুরু করে চোলাই মদকাণ্ড, লক্ষ্মণ শেঠ-সুশান্ত ঘোষ মামলায় রায় প্রাথমিকভাবে সরকারের বিরুদ্ধে যাওয়াতেই কি মুখ্যমন্ত্রীর বিচারব্যবস্থার প্রতি এই অনাস্থা? রায় স্বপক্ষে গেলে বিচারব্যবস্থা গণতন্ত্রের ভিত্তি আর বিপক্ষে গেলেই রায় টাকা দিয়ে কেনা হচ্ছে?
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর