আগরতলা (ত্রিপুরা) : বাংলাদেশ-ত্রিপুরা’র মধ্যে নয় দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। সরকারিভাবে ব্যবসা বন্ধ থাকার ফলে চোরা বানিজ্য বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ফলে ক্ষতির মুখে পড়বে সরকারি রাজস্ব।
এ আমদানি-রফতানি বন্ধ থাকবে ১৫ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত।
বাংলাদেশে শোক দিবস, ঈদ ও অন্যান্য সরকারি ছুটির কারণে এ ৯দিন দু’দেশের বাণিজ্য বন্ধ থাকছে। অবশ্য ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে দীর্ঘ বন্ধ।
বাংলাদেশ-ত্রিপুরার আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের তরফে একথা জানা যায়।
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে। যার মধ্য দিয়ে ব্যবসা বানিজ্য হয়। তাছাড়া আখাউড়া সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার ব্যবসা হয়। ব্যবসা বন্ধ থাকার কারনে ক্ষতি হবে প্রচুর রাজস্ব।
বাংলাদেশ সময় : ১২৫৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
টিসি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com